Michael Vidyasagar Sangbad Lyrics-Anupam Roy And Bhattacharya -মাইকেল বিদ্যাসাগর সংবাদ-Bangla Song
Michael Vidyasagar Sangbad (মাইকেল বিদ্যাসাগর সংবাদ) | Anupam Roy | Anirban Bhattacharya | SVF Music - Anirban Bhattacharya and Anupam Roy Lyrics
Anirban Bhattacharya and Anupam Roy. New Song "Michael Vidyasagar Sangbad".Michael Vidyasagar Sangbad Song Is Latest Bangla Song's Presented by SVF Music.And Anirban Bhattacharya and Anupam Roy. Song' Lyrics Writing by Anupam Roy.
Song |
Michael Vidyasagar
Sangbad |
Singer |
Anirban Bhattacharya
and Anupam Roy |
Lyrics |
Anupam Roy |
Music |
Anupam Roy |
Label |
SVF Music |
Michael Vidyasagar Sangbad Lyrics
মাইকেল:
সুদূর বিদেশে পড়ে আছি আমি
জীবন কি তবে ব্যর্থ,
বিদ্যাসাগর বাঁচাও আমাকে
পাঠাও আমাকে অর্থ।
তুমি বলেছিলে আমার লেখাতে
পেয়েছিলে “গ্রেট মেরিট”
অমিত্রাক্ষরে ভালোবাসা নিয়,
সহ্য হয় না দেরী।
বিদ্যাসাগর:
কথা দিয়ে ওরা কথা রাখবে না
মানুষেরই অভ্যাসে,
বন্ধু তোমাকে বলেছি যখন
থাকব তোমার পাশে।
এই নাও কিছু হাজার পাঠাই
আর-ও প্রয়জনে জানাও,
পড়া শেষ করে ব্যারিস্টারি
নতুন কাব্য শোনাও।
কোরাস:
ওরা দুজনে ছিল বন্ধু ...
মাইকেল:
ধন্যবাদের ভাষা খুঁজি আমি
নিজের মাতৃভাষায়,
দেশে ফিরে আমি এলাম বন্ধু
তোমাদের ভালোবাসায়।
অভাব আমার স্বভাবে যে ভিড
হোটেল নিয়েছি ভাড়া,
আয় ভালো তবে ব্যয় আরও বেশি
আমি আবার সর্বহারা।
বিদ্যাসাগর:
তোমাকে বাঁচাবে এমন ক্ষমতা
কজনার বলো আছে?
ধার দেনা শুধু বাড়তেই থাকে
আর ভালো লাগে না যে।
আমার বাক্যে নির্ভর করে
সাহায্য করে কেবল,
তাদেরকে যেন ঠকাতে না হয়
আমার কথাও ভেবো।
কোরাস:
ওরা দুজনে ছিল বন্ধু..
মাইকেল:
করুণাসিন্ধু ভাগ্য আমার
তোমাকে চিনেছি আমি,
স্নেহমমতায় ভরা যে তোমার
মনটা সবচেয়ে দামী।
বন্ধু আমার আমাকে দিয়েছ
কত না সুখের দিন,
সব বেচে দিয়ে শোধ করে যাবো
আমার যা আছে ঋণ,
আছে ঋণ...!
0 Response to "Michael Vidyasagar Sangbad Lyrics-Anupam Roy And Bhattacharya -মাইকেল বিদ্যাসাগর সংবাদ-Bangla Song"
Post a Comment