Ads here

Nil doriya Lyrics-Abdul Jabbar-Bangla Song

Nil doriya | Rishi Panda | Bangla Folk song - Abdul Jabbar Lyrics




Song
Nil doriya
Singer
Abdul Jabbar
Lyrics
Mukul Chowdhury
Music
Alam Khan
Label
Rishi Panda


ও রে নীল দরিয়া.
আমায় দে রে, দে ছাড়িয়া.
ও রে নীল দরিয়া.

আমায় দে রে, দে ছাড়িয়া
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে.
কান্দে রইয়া রইয়া.

কাছের মানুষ. দূরে থুইয়া.
মরি আমি ধড়পড়াইয়া, রে.
কাছের মানুষ. দূরে থুইয়া.

মরি আমি ধড়পড়াইয়া, রে
দারুণ জ্বালা দিবানিশি.
দারুণ জ্বালা দিবানিশি.

অন্তরে-অন্তরে
আমার এত সাধের মন বঁধুয়া, হায় রে...
কি জানি! কি করে.

ও রে সাম্পানের নাইয়া
আমায় দে রে, দে ভিড়াইয়া.
ও রে সাম্পানের নাইয়া.

আমায় দে রে, দে ভিড়াইয়া.
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে.
কান্দে রইয়া রইয়া.

ও রে নীল দরিয়া
হইয়া আমি দেশান্তরী
দেশ বিদেশে ভিড়াই তরী, রে.
হইয়া আমি দেশান্তরী,

দেশ বিদেশে ভিড়াই তরী, রে.
নোঙর ফেলি ঘাটে ঘাটে.
নোঙর ফেলি ঘাটে ঘাটে.

বন্দরে-বন্দরে.
আমার মনের নোঙর পইড়া রইছে হায় রে
সারেং বাড়ির ঘরে...!

এই না পথ ধরিয়া.
আমি কত না গেছি চলিয়া.
একলা ঘরে মন বঁধুয়া আমার.

রইছে পথ চাইয়া.
ওরে নীল দরিয়া.
আমায় দে রে, দে ছাড়িয়া.
ওরে নীল দরিয়া.

আমায় দে রে, দে ছাড়িয়া.
বন্দী হইয়া মনোয়া পাখি, হায় রে.
কান্দে রইয়া রইয়া.
ওরে নীল দরিয়া...!


0 Response to "Nil doriya Lyrics-Abdul Jabbar-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles