Phire Ja Radhika Lyrics-Sudeshna Das-Bangla Song
Phire Ja Radhika | Full Video Song | Sudeshna | The Bong Studio | Krish Bose | The Bong Media - Sudeshna Das Lyrics
Song |
Phire Ja Radhika |
Singer |
Sudeshna Das |
Lyrics |
Sudeshna Das |
Music |
Sudeshna Das |
Label |
The Bong Studio |
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
বৃথা আজ সবই সাজানো
অভিমানী মালিকা ..
ফিরে যা রাধিকা।
বিরহী আঁখিতে কেন হায়
যমুনার ধারা বয়ে যায়,
বিরহী আঁখিতে আঁখিতে কেন হায়
বিরহী আঁখিতে কেন হায়
যমুনার ধারা বয়ে যায়,
হৃদয়ের মাঝে শ্যামেরই বাঁশি
আজও বেজে যায় ..
ফিরে যা রাধিকা
যা রে যা, রাধিকা যা রে যা,
ফিরে যা রাধিকা .. যা রে যা
ফিরে যা রাধিকা।
সা নি সা, পা নি সা
নিসা মা রে সা নিসা,
নিসা গা মা পা, গা মা পা নি সা
সা, মা পা ধা, গা মা পা,
মাগা মাগা রে সা নিসা।
আ... ফিরে যা রাধিকা,
মোহন প্রেম সাধিকা,
ফিরে যা রাধিকা,
আ... আ...আ...
ফিরে যা রাধিকা
মোহন প্রেম সাধিকা,
আসিবেনা শ্যাম ফিরে আর
কেনো যে সাজাস মালিকা।
ফিরে যা রাধিকা, ফিরে যা রাধিকা,
ফিরে যা রাধিকা ...!
0 Response to "Phire Ja Radhika Lyrics-Sudeshna Das-Bangla Song"
Post a Comment