Khola Akasher Nichey Lyrics-Aabhik Ghosh-Bangla Song
Khola Akasher Nichey | Aabhik Ghosh | New Bengali Singles - AABHIK GHOSH Lyrics
Song |
Khola Akasher Nichey |
Singer |
Aabhik Ghosh |
Lyrics |
Aabhik Ghosh |
Music |
Aabhik Ghosh |
Label |
Asha Audio |
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে,
টুকরো টুকরো যত কথা
সব নিচ্ছে ঘিরে।
তোমায় পাশে পেয়ে বুঝতে চাইনি
তোমার প্রেমের সে রঙ্গিন কাহিনী,
না বলে কত কথা বলে গেছো
একবার বলো কেন দূরে আছো?
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে,
টুকরো টুকরো যত কথা
সব নিচ্ছে ঘিরে।
ঠিক ভুলের মাঝে, জানিনা সাথে
কে কি পেলাম,
সাজানো কত, স্বপ্নেরা যত
সব হারালাম,
মন পারে না, বাঁচেতা জানেনা
তোমায় ছেড়ে,
একলা রোজ রাতে, খুব মন কাঁদে
তোমায় ভেবে।
আড়াল থেকে জানি শুনছো সবই
চুপ করে তাও কেন আছো তুমি ?
পারবে কি বলো আমায় ছেড়ে
অচেনা পথে ওই মন হারাতে ?
খোলা আকাশের নিচে
আজ তোমায় ছেড়ে,
টুকরো টুকরো যত কথা
হুঁম .. ও..!!!
0 Response to "Khola Akasher Nichey Lyrics-Aabhik Ghosh-Bangla Song"
Post a Comment