Train e Der Thikana Lyrics-Pritam Das-Bangla Song
Taalpatar Shepai | Train e Der Thikana | Official Music Video - Pritam Das Lyrics
Song |
Train e Der Thikana |
Singer |
Pritam Das |
Lyrics |
Dipak Karmokar |
Music |
Taalpatar Shepai |
Label |
Taalpatar Shepai |
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
যেটুকু রোদেরা আসে
তোমাদেরই ট্রামে বাসে,
বুকে পুড়ে বেঁচে থাকি
পরিচিত নিঃশ্বাসে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা।।
হয়তো এখন সহজ ভীষণ
ছেড়ে যেতে ব্যথা হবেনা,
যেন আর কোনোদিনও
তোমার আমার দেখা হবেনা।
তুমিও হাতেরও ফাঁকে
ফেলে আসা স্মৃতিটাকে,
ভুলে থেকো, রেখোনা আর
ধুলোভরা বই তাকে।
আমাকে খুঁজোনা কিনে
রঙচঙে ম্যাগাজিনে,
গেঁথে থাকি পুরনো শার্ট
জংধরা আলপিনে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা,
আমি ছেড়ে যাবো সব
ফিরে তো আর আসবো না।
তবুও কিছু কথা
পড়ে থাকে বাতাসে,
মেঘেরা হয় পরবাসী
মনখারাপ হলে আসে।
যদি হাওয়া জেনে যায়
ট্রেনেদেরই ঠিকানা ...!
0 Response to "Train e Der Thikana Lyrics-Pritam Das-Bangla Song"
Post a Comment