Meghla Mon Lyrics-Rupankar & Subhamita-Bangla Song
Meghla Mon | Rupankar & Subhamita | Joy Sarkar | Arindam Saha | New Bengali Song 2020 - Rupankar & Subhamita Lyrics
Rupankar & Subhamita New Song "Meghla Mon". Meghla Mon Song Is Latest Bangla Song. This Song Presented by Asha Audio. And Music by Joy Sarkar. Song' Lyrics Writing by Arindam Saha.
Song |
Meghla Mon |
Singer |
Rupankar &
Subhamita |
Lyrics |
Arindam Saha |
Music |
Joy Sarkar |
Label |
Asha Audio |
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন,
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা,
একটু শুধু প্রেম
এই তো জীবন।
শিশির ভেজা এ রাত
চাঁদের আলোর সাজ,
তুমি যে রূপকথা
কবির কবিতা আজ।
মনের ময়ূরী তুমি
সাগর গভীরে তুমি,
অতল ভালোবাসা
জলছবি আজ।
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ,
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন।
ভেসে আসা কোনো মেঘ
হয়তো তোমারই মন,
বৃষ্টি হয়ে ঝরে
মুক্তধারার মতোন।
মনের মণিকোঠায়
রাখবো ধরে তোমায়,
ফিরে এসো প্রিয়তম
ফল্গু ধারার মতোন।
মেঘলা মন যখন কাঁদে সারাক্ষণ
বৃষ্টি হয়ে ঝরে মন কেমন তখন,
তোমার কাছে আসা
তোমায় ভালোবাসা,
একটু শুধু প্রেম
এই তো জীবন।
0 Response to "Meghla Mon Lyrics-Rupankar & Subhamita-Bangla Song"
Post a Comment