Ads here

Daaknam Lyrics-Shovan Ganguly-Bangla Song

Daaknam | Official Video | Shovan Ganguly | Fresh Release - Shovan Ganguly Lyrics


Shovan Ganguly New Song "Tumi Alor Kachhei Jeo" Latest Bangla Song "Tumi Alor Kachhei Jeo" Lyrics By Shovan Ganguly. Music By Shovan Ganguly. Presented by Asha Audio.

♫ SONG CREDITS ♫

Song: Daaknam
Vocal,lyrics & Composition: Shovan Ganguly
Programming, mixing & mastering by Shovan Ganguly
Digital Painting: Kshaunish Kayal
Video Design: Tamal Duary

Daaknam Lyrics

ধীরে ধীরে কাছে আসে মন
রুপকথা যেনো মনে হয়,
ডাকনামে চেনা ringtone
থেমে গেছে আজকে সময়।

এগোতেই পারছিনা ঠিক
থমকেছি অক্ষরে তাই,
হিসেবের বাহানা উধাও
ভিড়েতেও একা হয়ে যাই।

তোমারই নামে চিঠি এ খামে
পায়ে পায়ে তুমি আমি চলেছি এখন

আমার এ মন জানে
অচেনা অভিমানে
কিছু ক্রমে জমে আছে,
আমার এ মন জানে
ঘুমের ই ডাকনামে
কেউ দূরে কেউ কাছে।

ধীরে ধীরে কাছে আসে মন
রুপকথা যেনো মনে হয়
ডাকনামে চেনা রিংটোন
থেমে গেছে আজকে সময়।
তোমারই নামে চিঠি এ খামে
পায়ে পায়ে তুমি আমি চলেছি এখন

বেহিসাবি মন খোঁজে সারাক্ষন
অচেনায় হারানোর দায়,
ভাঙাচোরা সব ইচ্ছে গুলো
এভাবেই জুড়ে রাখা যায়।

তোমার আলোয় ভাসবো আবার
যে হাওয়াও গতানুগতিক,
পরিযায়ী দের থাকেনা হিসেব
থাকেনা যে হারানোর দিক।

তোমারই নামে চিঠি এ খামে
পায়ে পায়ে তুমি আমি চলেছি এখন..

আমার এ মন জানে
অচেনা অভিমানে
কিছু ক্রমে জমে আছে,
আমার এ মন জানে
ঘুমের ই ডাকনামে
কেউ দূরে কেউ কাছে...!!!


Related Posts

0 Response to "Daaknam Lyrics-Shovan Ganguly-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles