Ads here

Tumi Alor Kachhei Jeo Lyrics-Timir Biswas-Bangla Song

Tumi Alor Kachhei Jeo | Timir | Sumit | Rick | Bengali Original Song | Album-Khonijo prem (2020) - Timir Biswas Lyrics


Timir Biswas New Song "Tumi Alor Kachhei Jeo" Latest Bangla Song "Tumi Alor Kachhei Jeo" Lyrics By Sumit Bandyopadhyay. Music By Aniruddha Rick Dutta. Presented by Timir Biswas.

♫ SONG CREDITS ♫

Song : Tumi Alor Kachhei Jeo
Album : Khonijo Prem
Vocals : Timir Biswas
Lyrics : Sumit Bandyopadhyay
Music,Guitars & Arrangement : Aniruddha Rick Dutta

Tumi Alor Kachhei Jeo Lyrics

তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হোলাম,
তুমি আলোর কাছেই যেও
আমি না হয় মিথ্যে হলাম,

না হয় জলের রোদ হয়ে
না হয় তোমার ছায়া ছুঁলাম,
তুমি আলোর কাছেই যেও,
তুমি আলোর কাছেই যেও।।

তবু নদীর সুরেই গেও
আমিতো সেই অন্ধ পথের,
তবু নদীর সুরেই গেও
আমিতো সেই অন্ধ পথের,
বাঁকের পরে জটিল বাঁকের
কাগজের এক গ্রাম।

তুমি বৃষ্টি হয়েই ঝরো
আমি না হয় শুকনো পাতা,
না হয় জলের অক্ষরে
না হয় ছেঁড়া চিঠি হলাম,

তুমি আকাশ জুড়েই উড়ো
আমি তো এক নগর কবি,
জানলা দিয়ে ভাবছি ছবি
যা গেছে তা গেছে সবই।
তুমি আলোর কাছেই যেও,
তুমি আলোর কাছেই যেয়ো...!!!


0 Response to "Tumi Alor Kachhei Jeo Lyrics-Timir Biswas-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles