Keno Bhulte Parchi Na Lyrics-Abir Biswas-Bangla Song Lyrics
Keno Bhulte Parchi Na | Official Music Video | Abir Biswas | Abir-Sourav | New Bengali Song 2020 - Abir Biswas Lyrics

Abir Biswas. New Song "Keno Bhulte Parchi Na" New Bangla Song "Keno Bhulte Parchi Na" Lyrics by Abir-Sourav. Music By Abir-Sourav. Presented by Voila Digi.
Song |
Keno Bhulte Parchi Na |
Singer |
Abir Biswas |
Lyrics |
Abir-Sourav |
Music |
Abir Biswas |
Label |
Voila Digi |
কেন ভুলতে পারছিনা বাংলা লিরিক্স
ভাবিনি কোনোদিন !!!
ছেড়ে এভাবে চলে যাবে আমায়,
কেন তুমি বলো আমায় ভালোবাসলেনা?
রাতগুলো সব কেটে যায় আজও শুধুই
তোমার ফেরার আশায়,
তবু তুমি বলো কেন কাছে আসলে না ?
দেখোনা কতটা পুড়েছি ভালোবেসে
খুঁজেছি তোমাকে সেই চেনা শহরে,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন।
তোমার কথাগুলো
আজ আমার কানে ভাসে,
আমি বেঁধে রাখি কিছু স্মৃতি
মনের কিনারাতে,
বুকের যন্ত্রণারা আজও আছে সুখের খোঁজে
আমি লিখছি চিঠি তোরই নামের
অচিন ঠিকানাতে।
বোঝোনি কখনো কি তুমি যে আমাকে?
খোঁজোনি কখনো হারানো ভালোবাসা কে
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন,
কেন ভুলতে পারছিনা রে প্রিয়া আজও তোকে
হয়তো ভুলতে চাইছে না এ মন...!!।
0 Response to "Keno Bhulte Parchi Na Lyrics-Abir Biswas-Bangla Song Lyrics"
Post a Comment