Komolay Nritto Kore Lyrics-(কমলায় নৃত্য করে) -Dhaamaeel Gaan-Bangla Song Lyrics
Komolay Nritto Kore | Dhaamaeel Gaan | Koushik And Friends | Dikshunnopur | Episode Two - Koushik Chakraborty Lyrics

Koushik Chakraborty And Friends. New Song "Komolay Nritto Kore" New Bangla Song "Komolay Nritto Kore" Lyrics by Traditional. Music By Koushik & Friends. Presented by Koushik Chakraborty.
Song : Komolay Nritto KoreLyrics & Compositon : Traditional (Unknown)
Recreated By : Koushik & Friends
Album : Dikshunnopur
Koushik Chakraborty : Vocals
Arunangshu Bagchi : Guitar
Debangshu Bhattacharjee : Guitar
Deep Ghosh : Bass Guitar & Backing Vocals
Deepayan Maitra : Keyboards & Melodica
Aniruddha Mondal : Drums & Backing Vocals
Video, Camera & Edit : Subham Chakraborty
Promotion : Noizzone
কমলায় নৃত্য করে বাংলা গান লিরিক্স
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া!
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,!
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া !
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া ...!!!
0 Response to "Komolay Nritto Kore Lyrics-(কমলায় নৃত্য করে) -Dhaamaeel Gaan-Bangla Song Lyrics"
Post a Comment