Ads here

Megh Bollo Jabi-Munmun Mukherjee-মেঘ বলল যাবি?-bangla kobita abritti

Munmun Mukherjee recitation MEGH BOLLO bangla kobita abritti video album 4 #recitation - Munmun Mukherjee Lyrics


Munmun Mukherjee Explores The Emotion Of Woman Who Want To Fly High But Gets Buckled By Responsibilities Music-Biswajit Das

কবিতা আবৃত্তি >মুনমুন মুখার্জী 

মেঘ বলল যাবি?
অনেক দূরে গেরুয়া নদী
অনেক দূরের একলা পাহাড়
অনেক দূরের গহন সে বন
গেলেই দেখতে পাবি,যাবি?

জানলা দিয়ে মুখ ঝুকিয়ে
বলল সে মেঘ
যাবি ? আমার সঙ্গে যাবি ?

দিন ফুরিয়ে রাত ঘনাবে
রাত্রি গিয়ে সকাল হবে
নীল আকাশে উড়বে পাখি
গেলেই দেখতে পাবি ,যাবি ?

শ্রাবণ মাসের একলা দুপুর
মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি?

কেমন করে যাবরে মেঘ, কেমন করে যাব
নিয়ম বাঁধা জীবন আমার
নিয়ম ঘেরা এধার ওধার
কেমন করে নিয়ম ভেঙ্গে এ জীবন হারাব
কেমন করে যাবরে মেঘ কেমন করে যাব ?

মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব
সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরব
শান্ত নদীর বুকে আনব জলোচ্ছাসের প্রেম
ইচ্ছে মত বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙ্গে পরব
এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি?


যাব না মেঘ ,পারব নারে যেতে
আমার আছে কাজের বাঁধন
কাজেই থাকি মেতে
কেবল যখন ঘুমিয়ে পরি তখন আমি যাই
সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই
তখন আমি যাই

স্বপনে আমার গেরুয়া নদী
স্বপনে আমার সুনীল আকাশ
স্বপনে আমার দূরের পাহাড়
সবকিছুকে পাই 


জাগরনের এই যে আমি ক্রীতদাসের মতন
জাগরনের এই যে আমি এবং আমার জীবন
কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা
জীবন

তবুরে মেঘ যাব
একদিন ঠিক তোরই সঙ্গে
শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে
যাবরে মেঘ যাব

সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব
পাগল হাওয়ায় উতল ধারায়
আমায় খুঁজে পাব
যাবরে মেঘ যাব
যাবরে মেঘ যাব
যাবরে মেঘ যাব।



0 Response to "Megh Bollo Jabi-Munmun Mukherjee-মেঘ বলল যাবি?-bangla kobita abritti"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles