Ondho Hoye Jaao Lyrics-Ishan Mitra-(অন্ধ হয়ে যাও)-Charitaheen 3 Bangla Web Series
Ondho Hoye Jaao (অন্ধ হয়ে যাও) | Charitaheen 3 | Sourav | Swastika | Naina | Amit - Ishan | Debaloy - Ishan Mitra Lyrics

Charitaheen 3 Bangla Web Series New Song "Ondho hoye jaao" Latest Bangla Song "Ondho hoye jaao" Singer By Ishan Mitra. Lyrics By Debaloy Bhattacharya. Music By Amit-Ishan. Presented by SVF Music.
Song |
Ondho hoye jaao |
Singer |
Ishan Mitra |
Lyrics |
Debaloy Bhattacharya |
Music |
Amit-Ishan |
Label |
SVF Music |
অন্ধ হয়ে যাও বাংলা গান লিরিক্স
কেন যে আছো আলোর দিকে
আলো হয়ে আছে ভীষণ ফিকে,
ভেসে যাবে যত বেহায়া বিকেল
গল্প করে নাও।
হয়তো জানে না কোন সে বাতাসে
ভেসে যাবে যত পালকও আকাশে,
কেউ তো জানে না কোন ইতিহাসে
আগেও এসেছে বিকেল।
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও।।
শ্মশানে মশানে যত মহা স্নানে
ফসিলের দেশে সময় নামে
গির্জা রাতে কফিনের সাথে
সঙ্গ করেছি কাল,
আজ ভেসে ওঠে মৃত জাল
তুমি মুগ্ধ হতে চাও
আমি চিহ্ন খুঁজে যাই ...
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও,
আমি কষ্টের কাছে আনাচে কানাচে
ঘুরবো অছিলায়,
তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও....।।
0 Response to "Ondho Hoye Jaao Lyrics-Ishan Mitra-(অন্ধ হয়ে যাও)-Charitaheen 3 Bangla Web Series"
Post a Comment