Akashe Megh Jomeche Lyrics-Haimanti Rakshit Das-Bangla Song Lyrics
Akashe Megh Jomeche | Runa Laila | Haimanti | Kabir Bakul | Raja Kaasheff | Bangla New Song 2020 - Haimanti Rakshit Das Lyrics

Haimanti Rakshit Das New Song "Akashe Megh Jomeche" Latest Bangla Song "Akashe Megh Jomeche" Lyrics By Kabir Bakul. Music By Raja Kaasheff. Presented by Dhruba Music Station.
Song |
Akashe Megh Jomeche |
Singer |
Haimanti Rakshit Das |
Lyrics |
Kabir Bakul |
Music |
Raja Kaasheff |
Label |
Dhruba Music Station |
আকাশে মেঘ জমেছে বাংলা গান লিরিক্স
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
কি ব্যাথায় মন বিরহী
তুমি সে খবর রাখোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি।।
ছিল হাওয়ারই ভুল
ঝরে গেছে ফুল,
ঝড়েরই আভাস পেয়ে
তুমি তো বসে থাকোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি।।
নেমেছিল যে রাত
দেখা দেবে চাঁদ,
জোছনায় জোনাক ছিলো
তুমিতো কাছে ডাকোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
কি ব্যাথায় মন বিরহী
তুমি সে খবর রাখোনি।
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
আকাশে মেঘ জমেছে
এ মনের মেঘ দেখোনি,
এ মনের মেঘ দেখনি...।।
0 Response to "Akashe Megh Jomeche Lyrics-Haimanti Rakshit Das-Bangla Song Lyrics"
Post a Comment