Sonar Kathi Lyrics-সোনার কাঁঠি-Taalpatar Shepai-Bangla Song Lyrics
Sonar Kathi | Taalpatar Shepai | Official Music Video - Pritam Das Lyrics

Pritam Das New Song "Sonar Kathi" New Bangla Song "Sonar Kathi" Lyrics by Kritee Roy. Music By Pritam Das. Presented by Taalpatar Shepai.
Song |
Sonar Kathi |
Singer |
Pritam Das |
Lyrics |
Kritee Roy |
Music |
Pritam Das |
Label |
Taalpatar Shepai |
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে,
আজ তুমি আমি ভাবছি ঘুরে ফিরে
শঙ্খচিলের বাসা বড় দূরে।
আমি সোনার কাঁঠির ঠিকানা কি জানি
আমি সোনার, কাঁঠির, ঠিকানা কি জানি
তোমার আঙুল ছুঁতেই হঠাৎ শিরশিরানি।
লা লা লা লা লা রা,,,!!
আমার কাব্যে তবু মিশে পলাতকের সুর
আমি তোমার সাথে ছুটেছি অচিনপুর,
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা
ফেলে বাস্তবেরই অগোছালো ব্যথা,
যেন ভালোবাসা নিজেই রূপকথা।
লা লা লা লা লা রা,,,!!
আমি শীতের দুপুরে খুঁজেছি অলীক ডানা
তুমি টাঙিয়ে রেখো রোদের সামিয়ানা,
আর পর্ণমোচী দুঃখগুলো ডালে ডালে
আজ কাঁপছে ঝরে পড়ার তালে তালে।
তুমি নতুন জরির সুতোয় আমায় বাঁধো
জানি নদীর জলে আয়না ভেবে ভেবে কাঁদো,
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ
আমিও আগলে নেবই চোখের জলের ভাগ,
তোমার হাতের মুঠোয় স্পর্শকাতর দাগ।
লা লা লা লা লা রা ..!!!
0 Response to "Sonar Kathi Lyrics-সোনার কাঁঠি-Taalpatar Shepai-Bangla Song Lyrics"
Post a Comment