Jwalchhobi Lyrics-জলছবি-Rupankar And Subhamita-Bangla Song Lyrics
Jwalchhobi | Official Video | Rupankar & Subhamita | Joy Sarkar | Arindam Saha | Christmas Special - Rupankar & Subhamita Lyrics

Rupankar & Subhamita New Song "Jwalchhobi" New Bangla Song "Jwalchhobi" Lyrics by Arindam Saha. Music By Joy Sarkar. Presented by Asha Audio.
Song |
Jwalchhobi |
Singer |
Rupankar & Subhamita |
Lyrics |
Arindam Saha |
Music |
Joy Sarkar |
Label |
Asha Audio |
আকাশ কোথায় যে মেশে
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না,
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না,
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা।।
আমার মনেতে, মনের কোণেতে
তোমারই জলছবি,
হৃদয় মোহনা, চাঁদের জোছনা
মিষ্টি আজ সবই।
মনের মুকুরে নীল সে সাগরে
তুমি জলপরী,
তোমার প্রেমেতে আজ মন হারিয়ে
এখন কি করি?
তোমায় ভালোবেসে আর তো কিছু চাইনা
তুমি ছাড়া মন মানেনা।।
হয়তো কখনো মেঘের মুলুকে
হবে পরিচয়,
তোমার পরশে, প্রেমের বরষে
জীবন মধুময়।
আকাশ বাতাসে ফুলের সুবাসে
আজ যে মনোময়,
সাঁঝের বেলাতে রঙের মেলাতে
আজ যে তুমিময়।
হুঁ. তোমার মনেরই মাঝে লুকিয়ে আছি আমি
খুঁজে নিও আমার ঠিকানা।
সে তো কেউ জানে না,
বাতাস কোথায় যে বহে
সে তো কেউ বোঝে না।
মেঘের কোথায় ঠিকানা
তা তো কেউ জানে না,
সাগর কোথায় যে শেষে
হয়তো কেউ বোঝে না।
আমার মনের ঠিকানা
হয়তো কেউ জানে না,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা,
এসো তুমি খুঁজে দেখোনা...!!!
0 Response to "Jwalchhobi Lyrics-জলছবি-Rupankar And Subhamita-Bangla Song Lyrics"
Post a Comment