Tor Shohore Bristy Hole Lyrics-(তোর শহরে বৃষ্টি হলে)-Sadat Hossain-Bangla Song
Tor Shohore Bristy Hole | তোর শহরে বৃষ্টি হলে | Sadat Hossain | New Music Video 2020 | G Series - Sadat Hossain Lyrics

Sadat Hossain New Song "Tor Shohore Bristy Hole" Latest Bangla Song "Tor Shohore Bristy Hole" Lyrics By Momen Swapon. Music By Prottoy Khan. Presented by G Series.
Song : Tor Shohore Bristy Hole (তোর শহরে বৃষ্টি হলে)Singer : Sadat Hossain
Lyric : Momen Swapon
Tune : Sadat
Music : Prottoy Khan
Album: Tor Shohore Bristy Hole
Label : G Series
Tor Shohore Bristy Hole Lyrics
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
একমুঠো চাঁদ জোছনা নিয়ে
তোর ঘরেতে যাবে,
তোর শহরে আগুন পাখি
আমাকে পোড়াবে।
তোর শহরে ভেজা কদম
আমার উতাল মন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন।।
তোর শহরে মেঘলা দুপুর
আমার জলের গান,
ভালোবেসে ভিজবে তোমার
অবুঝ অভিমান।
তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া
স্বপ্ন নিঃসরণ,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন,
তোর শহরে উতাল হাওয়া
প্রেমেরই দহন।
রোদের পাখি তোর শহরে
আমার মনের স্বপ্ন ঘিরে,
ওরে পাখি ওরে সারাক্ষন,
তোর শহরে বৃষ্টি হলে
ভিজে আমার মন...!!!
0 Response to "Tor Shohore Bristy Hole Lyrics-(তোর শহরে বৃষ্টি হলে)-Sadat Hossain-Bangla Song"
Post a Comment