Bhalobasha Tomar Ghore Lyrics-Abida-|| ভালোবাসা তোমার ঘরে ||-Fire Esho Behula
Bhalobasha Tomar Ghore || ভালোবাসা তোমার ঘরে || Abida || Jaya Ahsan || Bangla New Video 2020 - Abida Lyrics

Abida New Song "Bhalobasha Tomar Ghore" Latest Bangla Song "Bhalobasha Tomar Ghore" Lyrics By Arjun. Music By Saad. Presented by G Series.
Song : Bhalobasha Tomar Ghore (ভালোবাসা তোমার ঘরে)Singer : Abida
Lyric : Arjun
Tune : Abida
Music : Saad
Movie : Fire Esho Behula
Cast : Jaya Ahsan, Intekhar Dinar
Directed by Tanim Noor
Producer by Monjurul Islam Diplu
Label : Agniveena
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ইচ্ছেগুলো,
তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে
বুকের ভেতর তুমুল নাচুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
চোখের কোণে যত্ন করে
জমিয়ে রাখা স্বপ্নগুলো,
নতুন করে বেঁচে উঠুক।
দু’চোখ ভরে দেখবে তখন
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ,
দু’চোখ ভরে দেখবে তখন আকাশ
আকাশ তোমার বাড়ছে কেমন,
সেই আকাশেই জন্ম নেয়ার
সূর্যটার আলো দেয়ার,
ইচ্ছে তোমার বুকের জমিন
তীব্র ভাবে স্পর্শ করুক।
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।
ইচ্ছেগুলো,
তোমার ইচ্ছেগুলো জ্যান্ত হয়ে
বুকের ভেতর তুমুল নাচুক,
ভালোবাসা তোমার ঘরে
বৃষ্টি হয়ে নেমে আসুক।...!!!
0 Response to "Bhalobasha Tomar Ghore Lyrics-Abida-|| ভালোবাসা তোমার ঘরে ||-Fire Esho Behula"
Post a Comment