Ads here

Bedonar Jhor Lyrics- | বেদনার ঝড় | Samz Vai

Bedonar Jhor || বেদনার ঝড় || Samz Vai || Apurba || Sabila Nur || New Music Video 2021 - Samz Vai Lyrics

Samz Vai New Song "Bedonar Jhor" New Bangla Song "Bedonar Jhor" Lyrics by Faisal Rabbikin. Music By Rezwan Sheikh. Presented by G Series Music.

♫ SONG CREDITS ♫

Song

Bedonar Jhor

Singer

Samz Vai

Lyrics

Faisal Rabbikin

Music

Rezwan Sheikh

Label

Agniveena

বেদনার ঝড় বাংলা গান লিরিক্স

ও বলনা কেমন করে মনটা ভেঙ্গে চুরে
করলি আমায় এতোটা পর,
কতটা কষ্ট বুকে মরছি ধুকে ধুকে
পুড়ে ছাই হলো অন্তর।

ও হয়না ভালো থাকা
তোকে ছাড়া লাগে একা
শুন্য বড়ো লাগে ঘর।

কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।

বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি
কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে,
বুঝতি যদি তুই কতোটা ভালোবাসি

কাঁদতি ঠিকই জানি তোর চোখ লুকিয়ে,
ও.. চলে কভু যাবি না, হাত ছেড়ে দিবি না
তোরই কথা ছিলো সব ছলনা।

কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।

কেমনে ভুলি তারে, মনেতে রাখি যারে
ফিরে আসি বারে-বার তোরই কাছে,
কেমনে ভুলি তারে, মনেতে রাখি যারে

ফিরে আসি বারে-বার তোরই কাছে
ব্যাথা কভু দিবিনা, আর কারো হবি না
তোরই কথা ছিলো সব ছলনা।

কি জ্বালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়,
কি জালা ভেতরে দিবানিশি অন্তরে
থামেনা বেদনার এই ঝড়।।

>সমাপ্ত<

0 Response to "Bedonar Jhor Lyrics- | বেদনার ঝড় | Samz Vai"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles