Boshe Achhi Lyrics-| বসে আছি পূর্নিমাতে | Mehdi feat. Diep Bangla Song
Boshe Achhi | বসে আছি | Mehdi feat. Diep | Bangla New Song | Official Music Video 2021 - Diep Lyrics

Diep New Song "Boshe Achhi" New Bangla Song "Boshe Achhi" Lyrics by Samuel Haque. Music By Mehdi. Presented by G Series Music.
♫ SONG CREDITS ♫
Song |
Boshe Achhi |
Singer |
Diep |
Lyrics |
Samuel Haque |
Music |
Mehdi |
Label |
G Series |
বসে আছি বাংলা গান লিরিক্স
বসে আছি পূর্নিমাতে,
ভুবন আমার থমকে আছে।
লা লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা লা
বসে আছি পূর্নিমাতে,
ভুবন আমার থমকে আছে।
প্রাণে অনন্ত তৃষ্ণা নিয়ে,
আমার মাঝে যে গান বাজে।
রুপালি জোছনায় দাঁড়িয়ে,
একবুক অবিনাশী হাহাকারে
রুপালি জোছনায় দাঁড়িয়ে,
একবুক অবিনাশী হাহাকারে।
বসে আছি পূর্নিমাতে,
ভুবন আমার থমকে আছে।
আকাশ নদী ঢেউ তোলে,
নিঝুম তাঁরার বাতি জ্বেলে
নুপুর বাঁজে কার পায়ে?
ভেসে আসে খেয়াল জুড়ে।
আকাশ নদী ঢেউ তোলে,
নিঝুম তাঁরার বাতি জ্বেলে।
নুপুর বাঁজে কার পায়ে?
ভেসে আসে খেয়াল জুড়ে।
সর্গ থেকে অনেক দূরে,
একবুক অবিনাশী হাহাকারে।
রুপালি জোছনায় দাঁড়িয়ে,
একবুক অবিনাশী হাহাকারে।
বসে আছি পূর্নিমাতে,
ভুবন আমার থমকে আছে।
প্রাণে অনন্ত তৃষ্ণা নিয়ে,
আমার মাঝে যে গান বাজে।
রুপালি জোছনায় দাঁড়িয়ে,
একবুক অবিনাশী হাহাকারে।
রুপালি জোছনায় দাঁড়িয়ে,
একবুক অবিনাশী হাহাকারে
বসে আছি পূর্নিমাতে,
ভুবন আমার থমকে আছে...।!!
0 Response to "Boshe Achhi Lyrics-| বসে আছি পূর্নিমাতে | Mehdi feat. Diep Bangla Song"
Post a Comment