Ghum Ja Re Bibiya Lyrics-ঘুম যা রে বিবিয়া-SHUNNO BAND-BANGLA SONG LYRICS
SHUNNO || BIBIYA || Lyrics Video - SHUNNO Band Lyrics
SHUNNO Band New Song "BIBIYA" New Bangla Song "BIBIYA" Lyrics by Brishty Dessa. Music By SHUNNO. Presented by SHUNNO Band.
Song |
BIBIYA |
Singer |
SHUNNO Band |
Lyrics |
Brishty Dessa |
Music |
SHUNNO |
Label |
SHUNNO Band |
ঘুম যা রে বিবিয়া !!
ঘুম যা রে বিবিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া,
আঁধি রাতে চাঁদ তুই আজ
ঘুম দে রে আঁকিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া,
দিবো সাগর পাড়ি,
তোর মুখ খানি বুকের পারে লইয়া,
আবার ভোর হইলে ফিরবো যদি
থাকে জান জাগিয়া,
দিবো সাগর পাড়ি,
তোর মুখ খানি বুকের পারে লইয়া,
আবার ভোর হইলে ফিরবো যদি
থাকে জান জাগিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া,
একুল ওঁকুল নাহি দেখি
ঝড়ের লগে যুঝতেছি,
মন আমার কেমন করে
ফিরার লাগি তোর কাছে,
সারা রাতের ঘুম আমার
সারা দেহের যত গ্লানি,
ভুলে যাই সব, যখনই দেখি
মুখ তোর একটু খানি,
ঘুম যা রে বিবিয়া,
ঘুম যা রে বিবিয়া
ঘুম যা রে বিবিয়া...!!!
0 Response to "Ghum Ja Re Bibiya Lyrics-ঘুম যা রে বিবিয়া-SHUNNO BAND-BANGLA SONG LYRICS"
Post a Comment