Ads here

KABABER HADDI LYRICS-কাবাবের হাড্ডি-PROTIC HASAN-Bangla Song Lyrics

Kababer Haddi - Pritom & Protic | Polash | Marzuk | Faria | Enan | Ome | Wedding Song Of The Year - Protic Hasan Lyrics


Protic Hasan New Song "Kababer Haddi" New Bangla Song "Kababer Haddi" Lyrics by Pritom & Protic. Music By Pritom Hasan. Presented by Gaanchill Music.

♫ SONG CREDITS ♫

Song

Kababer Haddi

Singer

Protic Hasan

Lyrics

Pritom & Protic

Music

Pritom Hasan

Label

Gaanchill Music

কাবাবের হাড্ডি বাংলা গান লিরিক্স

ঘোমটা তুমি খোলো যদি !!!
পড়ে যাব প্রেমে,
চুম্বকেরই মতো তুমি
আমায় নিবে টেনে।

আরে মিয়া বিবি রাজি
তবু কত কোটি বাজি,
আর এদিক সেদিক ছোটে কত
আত্মীয় আর কাজিন।

কাবিন হবে কত, আইটেম কত গুলো
কতজন আসবে রে ভাই
গুনে গুনে বলো।

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,

ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা।

এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো,
এ কুয়ার বাশির বাহার তুমি লাল মায়া লইয়ো
আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি বইয়ো।

তোমার আব্বু নাকি ফেরত আসছে
সাইবেরিয়া থেকে,
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে
আত্মা ওঠে কেঁপে।

তোমার আম্মুর মনটা কাঁচের বোতল
পড়লে যাবে ভেঙে,
তাই তার কথাতে এই বিয়েটা
সবাই নিল মেনে।

তোমার আমার প্রেমে

সবাই কাবাবের হাড্ডি,
তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি।

দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া,
তুমি চিটাগাং এর মেয়ে
আমি ঢাকার পোলা,

ও লালা লা লা লা
ও লালা লা লা লা,
রূপেরই রানী তুমি
আমি আশি টাকা তোলা,

ও লালা লা লা লা
ও লালা লা লা লা ..!!!


Related Posts

0 Response to "KABABER HADDI LYRICS-কাবাবের হাড্ডি-PROTIC HASAN-Bangla Song Lyrics"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles