Ads here

JAWL PHORING 2 LYRICS - জলফড়িং 2 - ANUPAM ROY - PREM TAME - BANGLA SONG

Jawl Phoring 2.0 (জল ফড়িং 2.0) | Prem Tame | Anupam Roy | Soumya, Susmita, Sweta | Anindya | SVF Anupam Roy Lyrics


Kolkata Bangla Movie "Prem Tame" New Song "Jawl Phoring 2.0" New Bangla Song "Jawl Phoring 2.0" Singer by Anupam Roy. Lyrics by Anupam Roy. Music By Anupam Roy. Presented by SVF.

♫ SONG CREDITS ♫

Song

Jawl Phoring 2.0

Singer

Anupam Roy

Lyrics

Anupam Roy

Music

Anupam Roy

Label

SVF

জলফড়িং বাংলা লিরিক্স অনুপম রায়

তুই চিরদিন !!
তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার
হিসেব কেন রাখিস?
সাক্ষাৎ আলাদিন

তোর প্রদীপ ভরা জ্বীনে,
কেন‌ খুঁজতে যাস আমায়
সাজানো ম্যাগাজিনে?

কোন বালিশে ঘুম
কোন দেওয়ালে মশারী,
কোন ফেনায় কম সাবান
কোন ছুরিতে তরকারী।

যাচ্ছে চলে যাক
তবু ময়লা পেল কলার,
আলতো রাখছে হাত
হয়তো অন্য কথা বলার।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,

তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,
আমাকে খুঁজে দে জল ফড়িং।

ভেজা রেলগাড়ি
হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ
ভীষন খামখেয়ালে চলে,

তারপর বেরোয় মেঘ
আর তারায় ভরা স্টেশান,
একটু থামতে চায়
প্রেমিকের ইন্সপিরেশন।

তোর এ সকাল ঘুম ভেঙে দিতে পারি পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি,
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি,

আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং
আমাকে খুঁজে দে জল ফড়িং...!!!

>সমাপ্ত<

Related Posts

0 Response to "JAWL PHORING 2 LYRICS - জলফড়িং 2 - ANUPAM ROY - PREM TAME - BANGLA SONG"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles