Tomake Bhebe Golpo Lekha Lyrics - তোমাকে ভেবে গল্প লেখা - Rupak Tiary - Bangla Song
Tomake Bhebe Golpo Lekha | Rupak Tiary | Film Creed | Official Music Video | New Bengali Song 2021 Rupak Tiary Lyrics
Rupak Tiary. New Song "Tomake Bhebe Golpo Lekha" New Bangla Song "Tomake Bhebe Golpo Lekha" Lyrics by Amita Karmoker. Music By Rupak Tiary. Presented by Rupak Tiary.
♫ SONG CREDITS ♫
Song |
Tomake Bhebe Golpo Lekha |
Singer |
Rupak Tiary |
Lyrics |
Amita Karmoker |
Music |
Rupak Tiary |
Label |
Rupak Tiary |
তোমাকে ভেবে গল্প লেখা লিরিক্স
তোমাকে খুঁজেছি রাতজাগা তারার মাঝে !!
খুঁজেছি লুকিয়ে থাকা
কোন গানের খাতার ভাঁজে,
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে।
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা।।
তুমি আমার দু'চোখে
না ছুঁয়ে যে রং মেশালে,
আমি তোমাকে এঁকেছি
সে রঙের মায়াজালে।
জানি তুমি নেই কাছে, তবু যাই খুঁজে
চুপ থাকো জানি তবু তুমি সব বুঝে,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা,
তোমাকে ভেবে যে গল্প লেখা
যায় ভেসে গোপনে আজও একা...!!!
>সমাপ্ত<
0 Response to "Tomake Bhebe Golpo Lekha Lyrics - তোমাকে ভেবে গল্প লেখা - Rupak Tiary - Bangla Song"
Post a Comment