KENO JE LYRICS-(কেন যে)-Ator Mukherjee-Chirkut-Bangla Song
keno je | কেন যে । Chirkut | Ator | Debayan | Rahul | Kuntala - Ator Mukherjee Lyrics

Ator Mukherjee New Song "Keno Je" New Bangla Song "Keno Je" Lyrics by Prameya. Music By Prameya & Debayan Banerjee. Presented by Chirkut TV Official.
Song |
Keno Je |
Singer |
Ator Mukherjee |
Lyrics |
Prameya |
Music |
Prameya & Debayan Banerjee |
Label |
Chirkut TV Official |
কেন যে ঝোড়ো হওয়া মধ্যরাতে বয়ে যায় ,,!!
কেন যে নোনাজলে শিলালিপি ক্ষয়ে যায়,
কেন যে আগে হেঁটে ফিরে আসি তিন ফুট
কেন যে বুকপকেটে আজও রাখি চিরকুট।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ভেবে ভেবে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
থাক সে কটা দিন
জানি ফেরা কঠিন,
কিছুটা ব্যথা ছুঁয়ে দিলে সারে,
কিছুটা ছুঁলে বেড়ে যায়।
কেন যে মেঘে মায়াজাল বোনা ছাড়ি না
কেন যে ডানা মেলে ছুঁয়ে দিতে পারি না,
কেন যে ঘুরেফিরে নিয়েছি তবু পিছুই
কেন যে ভেবে ভেবে বলা হলো না কিছুই।
কেন যে ভাসতে গিয়ে বানভাসি সবই
কেন যে ঘুরছি নিয়ে তোমারই ছবি,
কেন যে ঘুরে ফিরে ভুল জবাবই,
ধ্যাত।
এখানে সময় ভুলে যায়
ভালবাসা ক্রমশ বিকেল দলছুট,
এখানে সবাই হাসে গায়
হারিয়ে যায়, খুঁজে ফেরে অচেনা রুট।
0 Response to "KENO JE LYRICS-(কেন যে)-Ator Mukherjee-Chirkut-Bangla Song"
Post a Comment