Bhulte Dilam Ami Lyrics-Pritam Banerjee-Bangla Song Lyrics
Bhulte Dilam Ami | Full Video Song | Pritam | Krish Bose | TBS Originals - Pritam Banerjee Lyrics

Pritam Banerjee. New Song "Bhulte Dilam Ami" New Bangla Song "Bhulte Dilam Ami" Lyrics by Dipesh Chakraborty. Music By Dipesh Chakraborty. Presented by The Bong Studio.
Song |
Bhulte Dilam Ami |
Singer |
Pritam Banerjee |
Lyrics |
Dipesh Chakraborty |
Music |
Dipesh Chakraborty |
Label |
The Bong Studio |
কোনো একলা তোর ঘর
নিঃস্তব্ধে হলো পর,
তাই রাত্রি গুলো ঘিরে
এক মন খারাপের ঝড়।
কোনো না লেখা দোয়াতে
ঠোঁটের কবিতা ছোঁয়াতে,
তবু সন্ধ্যে নামা শহরে
কারা ভেজে অজুহাতে।
সাদা কালো স্বপ্ন গুলো
রঙ হারানো কবি,
খুঁজে ফিরি হাতড়ে মরি
রামধনুদের ছবি।
শেষ রাতের সুর বন্দী আজও
সময়ের অপেক্ষাতে,
শব্দ গুলো ফুলদানিতে
যত্নে রাখা আছে।
ভুলে তুমি যেতেই পারো
ভুলতে দিলাম আমি,
সত্যি করে বলছি ভালো
বেসেই যাবো আমি।
কথা যেদিন ফিরিয়ে
চলে গেলে এগিয়ে,
আগের মতো পিছু তো ডাকলেনা?
না.. দমকা ঝড়ে ঘর উঠোন
হারিয়ে ছিঁড়ে সব বাঁধন,
স্মৃতির খবর নিতে তো আসলেনা?
সাদা কালো স্বপ্ন গুলো
রঙ হারানো কবি,
খুঁজে ফিরি হাতড়ে মরি
রামধনুদের ছবি।
সময়ের অপেক্ষাতে,
শব্দ গুলো ফুলদানিতে
যত্নে রাখা আছে।
ভুলে তুমি যেতেই পারো
ভুলতে দিলাম আমি,
ভালোবাসি ভালো থেকো
কাঁদে অন্তর্যামী।
ভুলে তুমি যেতেই পারো
ভুলতে দিলাম আমি,
সত্যি করে বলছি ভালো
বেসেই যাবো আমি ..!!!
0 Response to "Bhulte Dilam Ami Lyrics-Pritam Banerjee-Bangla Song Lyrics"
Post a Comment