PROTHOM DEKHATE LYRICS - প্রথম দেখাতে - KESHAB DEY - Bangla Song
Prothom Dekhate | প্রথম দেখাতে | Keshab Dey | Bengali Sad Song | Ft. Puja | 2021 Keshab Dey Lyrics
Keshab Dey. New Song "Prothom Dekhate" New Bangla Song "Prothom Dekhate" Lyrics by Sudarshan Das. Music By Keshab Dey. Presented by Keshab Dey.
♫ SONG CREDITS ♫
Song |
Prothom Dekhate |
Singer |
Keshab Dey |
Lyrics |
Sudarshan Das |
Music |
Keshab Dey |
Label |
Keshab Dey |
প্রথম দেখাতে বাংলা লিরিক্স
প্রথম দেখাতে, প্রথম ছোঁয়াতে !!
কেড়ে নিলে আমার এ মন,
প্রথম হাসিতে, ভালোবাসাতে
সাজিয়ে দিলে আমার এ জীবন।
কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও
রারা রারা রা,
আবেগের আদরে তোমায় ছুঁলাম
মনেরই গভীরে তোমায় পেলাম,
না বলা কথাতে বুঝে নিলাম
আমারই সবটুকু তোমায় দিলাম।
কিছু চাওয়াতে, তোমার ছোঁয়াতে
পুড়েছি এখন, বুঝিনি তখন ও
রারা রারা রা,
হাজার রাগ অভিমান সত্ত্বেও
আবদার গুলো বারবার
তোর কাছেই ছুটে আসে,
কি করে ভুলে থাকবো বল?
এই আমিটা যে তোকে বড্ড ভালোবাসে...!!!
>সমাপ্ত<
0 Response to "PROTHOM DEKHATE LYRICS - প্রথম দেখাতে - KESHAB DEY - Bangla Song"
Post a Comment