Jibono Moroner Shimana Charaye Lyrics - Piya Chakraborty - Rabindrasangeet
Jibono Moroner | Piya Chakraborty | Rabindrasangeet | জীবন মরণের সীমানা ছাড়ায়ে Piya Chakraborty Lyrics
Rabindra Sangeet Song "Jibono Moroner" Rabindra Sangeet Bangla Song "Jibono Moroner" Singer by Piya Chakraborty. Lyrics by Rabindranath Tagore. Music By Rabindranath Tagore. Presented by Anupam Roy.
♫ SONG CREDITS ♫
Song |
Jibono Moroner |
Singer |
Piya Chakraborty |
Lyrics |
Rabindranath Tagore |
Music |
Rabindranath Tagore |
Label |
Anupam Roy |
জীবন মরণের সীমানা ছাড়ায়ে বাংলা লিরিক্স
জীবন মরণের সীমানা ছাড়ায়ে!!
বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,
জীবন মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,
জীবন মরণের।
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
এ মোর হৃদয়ের বিজন আকাশে
তোমার মহাসন আলোতে ঢাকা সে,
গভীর কী আশায় নিবিড় পুলকে
তাহার পানে চাই দু বাহু বাড়ায়ে,
জীবন মরণের।
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,
নীরব নিশি তব চরণ নিছায়ে
আঁধার কেশভার দিয়েছে বিছায়ে,
আজি এ কোন গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নামিয়া,
আজি এ কোন গান নিখিল প্লাবিয়া
তোমার বীণা হতে আসিল নামিয়া,
ভুবন মিলে যায় সুরের রণনে
গানের বেদনায় যাই যে হারায়ে,
জীবন মরণের সীমানা ছাড়ায়ে
বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়ে,
জীবন মরণের...!!!
>সমাপ্ত<
0 Response to "Jibono Moroner Shimana Charaye Lyrics - Piya Chakraborty - Rabindrasangeet"
Post a Comment