Tomake Jotobari Lyrics - তোমাকে যতবারই - Madhurima Bhattacharyya Bangla Song
Tomake Jotobari Teaser | Madhurima | Rupankar | Partha Paul - Madhurima Bhattacharyya Lyrics
Madhurima Bhattacharyya New Song "Tomake Jotobari" New Bangla Song "Tomake Jotobari" Lyrics by Rupankar Bagchi. Music By Partha Paul. Presented by Asha Audio.
♫ SONG CREDITS ♫
Song |
Tomake Jotobari |
Singer |
Madhurima Bhattacharyya |
Lyrics |
Rupankar Bagchi |
Music |
Partha Paul |
Label |
Asha Audio |
তোমাকে যতবারই বাংলা গান লিরিক্স
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
আ আ
কেটে গেলো প্রহর তবু মুহূর্তরাই বাঁচে
স্বপ্ন যেটা ছিল ভেঙ্গে যাচ্ছে টুকরো কাঁচে,
কথা আমি লিখতে পারি সুর নেই গানে।
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
আ আ
দিবানিশি হৃদয় ভাঙ্গে
আবার সাহস বাঁধি বুকে,
অহর্নিশি মনে, খেলা চলে সুখে অসুখে,
এ জীবনযাপন আমার কেউ কি জানে?
তোমাকে যতবারই বলতে গেছি
ততবার কান্না জমে চোখের কোণে,
তোমারই গান গেয়ে যাই যতবারই
ততবার সুর ভুলেছি আনমনে।
0 Response to "Tomake Jotobari Lyrics - তোমাকে যতবারই - Madhurima Bhattacharyya Bangla Song"
Post a Comment