Ads here

Hariye Gele Kosto Pabo Lyrics-Tanjib Sarowar And Puja-Bangla Song

Hariye Gele Kosto Pabo | হারিয়ে গেলে কষ্ট পাবো । Tanjib Sarowar | Puja | Official Music Video - Tanjib Sarowar And Puja Lyrics

Tanjib Sarowar And Puja New Song "Hariye Gele Kosto Pabo" New Bangla Song "Hariye Gele Kosto Pabo" Lyrics by Tanjib Sarowar. Music By Sajid Sarker. Presented by Central Music and Video [CMV].

♫ SONG CREDITS ♫

Song

Hariye Gele Kosto Pabo

Singer

Tanjib Sarowar And Puja

Lyrics

Tanjib Sarowar

Music

Sajid Sarker

Label

Central Music and Video [CMV]

হারিয়ে গেলে কষ্ট পাবো বাংলা লিরিক্স

মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম,

ওমন চোখের বানী, বোঝার তো নেই বাকি
যার নাম প্রেম,

ভালোবাসি তোরে বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে,

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না,

হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি,

সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়,

আবেগের পৃথিবীটা
মিথ্যে স্বপ্ন দেখা
সব অভিনয়,

ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে,

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না,

হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি,

ভয় লাগে ভালোবাসা
ভয় লাগে প্রেমের হাওয়া,
উড়ে যেতে চাইনা আবার,

খুঁজে নিও তোমার মতো
ভালোবেসে আপন প্রিয়,
কেউ আছে পাবে মনের মতো,

না, তোকে ছাড়া কেউ নেই
না আমি কাউকে খুঁজতে চাই বল,
কোন দ্বিধাতে তুই আনমনে ?

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না,

হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি,

মনে মনে খুনসুটি, আর চোখে কথা বলি
এরই নাম প্রেম,

সত্যি বলছো কিনা
নাকি মিছে ছলনা
এত সংশয়,

ভালোবাসি সত্যি বলা
বাকি ছিল, বলে দিলাম আজকে,

হারিয়ে গেলে কষ্ট পাবো
তার চেয়ে ভালো বন্ধু থেকো,
বন্ধুর মায়া হারায় না,

হারিয়ে যেতে আসিনি
কথা আছে দিবানিশি,
লাগে তোরে আপন বেশি...!!!

>সমাপ্ত<



0 Response to "Hariye Gele Kosto Pabo Lyrics-Tanjib Sarowar And Puja-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles