Jeno Bhalobasha Hoy Lyrics | ( জেনো ভালোবাসা হয় ) | Ankita Bhattacharyya | Bangla Song
Jeno Bhalobasha Hoy ( জেনো ভালোবাসা হয় ) | Ankita Bhattacharyya | Saswati B | New Bengali Song 2021 - Ankita Bhattacharyya Lyrics

Ankita Bhattacharyya New Song "Jeno Bhalobasha Hoy" New Bangla Song "Jeno Bhalobasha Hoy" Lyrics by Saswati Bhattacharyya. Music By Suvajit Ray. Presented by Ankita Bhattacharyya.
♫ SONG CREDITS ♫
Song |
Jeno Bhalobasha Hoy |
Singer |
Sajal |
Lyrics |
Saswati Bhattacharyya |
Music |
Suvajit Ray |
Label |
Ankita Bhattacharyya |
জেনো ভালোবাসা হয় বাংলা লিরিক্স
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়,
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়,
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়,
লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়,
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়,
তোমায় নিয়ে দিন রাতে
মন শুধু ভেবে ভেবে যায়,
সামনে এলে তোমায় দেখে
সবকিছু যেন ভুলে যায়,
তাই বলতে পারিনা ভালোবাসি
তোমায় আমি অনেকখানি,
কী করি উপায়,
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়,
আমার এ মন
ঘুড়ি হয়ে হয়ে উড়ে,
দূরে দূরে চলে যায়,
তোমার কাছে ভোকাট্টা হয়ে
সুতো ছিঁড়ে পড়ে যায়,
বলতে পারিনা কখনো
উড়ে চলো আমার সাথে
কী করি উপায়,
তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়,
জেনো ভালোবাসা হয়...!!!
>সমাপ্ত<
0 Response to "Jeno Bhalobasha Hoy Lyrics | ( জেনো ভালোবাসা হয় ) | Ankita Bhattacharyya | Bangla Song"
Post a Comment