Monta Obaddho Lyrics (মনটা অবাধ্য) Mahtim Shakib | Choto Belar Prem | Bangla Song
Monta Obaddho | Mahtim Shakib | Prottoy Heron | Mahima | Bannah | Valentines Day Song 2021 - Mahtim Shakib Lyrics

New Bangla Natok ChotoBelar Prem, New Song "Monta Obaddho" New Bangla Song "Monta Obaddho" Singer by Mahtim Shakib. Lyrics by Prosenjit Ojha. Music By Shovon Roy. Presented by Protune.
♫ SONG CREDITS ♫
Song |
Monta Obaddho |
Singer |
Mahtim Shakib |
Lyrics |
Prosenjit Ojha |
Music |
Shovon Roy |
Label |
Protune |
মনটা অবাধ্য বাংলা লিরিক্স
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে,
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে,
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়,
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ,
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে,
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল,
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল,
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ,
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে,
কেন যে তোমার সাথে
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান,
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ,
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারি না তাকে কোন ভাবে ফেরাতে...!!!
>সমাপ্ত<
0 Response to "Monta Obaddho Lyrics (মনটা অবাধ্য) Mahtim Shakib | Choto Belar Prem | Bangla Song "
Post a Comment