Oviman Lyrics | অভিমান | Tanveer Evan Best Friend 3 Bangla Song
Oviman | অভিমান | Tanveer Evan | Piran Khan | Jovan | Mehazabien | Best Friend 3 Drama Song 2021 - Tanveer Evan Lyrics

New Bangla Natok Best Friend 3, New Song "Oviman" New Bangla Song "Oviman" Singer by Tanveer Evan. Lyrics by Tanveer Evan. Music By Piran Khan. Presented by CD Choice.
Song |
Oviman |
Singer |
Tanveer Evan |
Lyrics |
Tanveer Evan |
Music |
Piran Khan |
Label |
CD Choice |
অভিমান বাংলা লিরিক্স
আমি পারিনি তোমাকে
আপন করে রাখতে,
আমি পারিনি তোমাকে
আবার আমার করে রাখতে,
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি,
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝনি, বুঝনি,
কখনো যদি, আনমনে চেয়ে
আকাশের পানে আমাকে খুঁজো,
কখনো যদি, হঠাৎ এসে
জড়িয়ে ধরে বলো ভালোবাসো,
আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ
খুব অজানায় কত অভিনয়,
করে বসি তোমায় ভেবে,
আমার অযথা সব লেখা গান
সব শুনে মন করে উচাটন,
তুমি বোঝোনি কেন আমাকে?
তুমি বুঝনি, আমি বলিনি
তুমি স্বপ্নতে কেন আসনি?
আমার অভিমান তোমাকে নিয়ে
সব গেয়েছি,
গানে গানে সুরে সুরে কত কথা
বলেছি তোমাকে,
তুমি বুঝোনি, বুঝোনি...!!!
>সমাপ্ত<
0 Response to "Oviman Lyrics | অভিমান | Tanveer Evan Best Friend 3 Bangla Song"
Post a Comment