Obhimani Prem Lyrics | অভিমানী প্রেম |Habib Wahid FT T K Tareq| Bangla Song
Obhimani Prem - Habib Wahid ft T K Tareq (Official Audio) - T K Tareq Lyrics

T K Tareq, New Song "Obhimani Prem" New Bangla Song "Obhimani Prem" Lyrics by Mostafizur Rahman Irfan. Music By Habib Wahid. Presented by Habib Wahid.
♫ SONG CREDITS ♫
Song |
Obhimani Prem |
Singer |
T K Tareq |
Lyrics |
Mostafizur Rahman Irfan |
Music |
Habib Wahid |
Label |
Habib Wahid |
অভিমানী প্রেম বাংলা লিরিক্স
যদি কখনো আকাশ কাঁদে বৃষ্টি হয়ে
ভেবোনা তুমি এই আমার
জমাট অভিমানী,
যদি কখনো ফুলে ফুলে
ভ্রমর আসে ফিরে ফিরে,
ভেবোনা তুমি এই আমার
নীরব পিছুটান,
শীতের সকালে কুয়াশা ভেজায়
তোমার উঠোন,
দু'পা ফেলে সোনা বন্ধুয়ারে,
এ আর কিছু নয়
এই আমার শুভ্র প্রেমের আহ্বান,
বদলে যাওয়া ভালোবাসার অভিধান,
ভুল যত সংশয় মিথ্যে করেই অভিনয়
আবার ফিরে আসা কি যায় না?
একবার ফিরে দেখো
প্রথম প্রেমের মতো,
আবার শুরু হোক আবেগি প্রণয়,
এই প্রেম কভু যাবো না ভুলে,
আসলে আসুক, বিষাদী প্রলয়,
গানে গানে আজ তাই
জানিয়ে দিলাম এ আর কিছু নয়,
এই আমার শুভ প্রেমের আহ্বান...!!!
>সমাপ্ত<
0 Response to "Obhimani Prem Lyrics | অভিমানী প্রেম |Habib Wahid FT T K Tareq| Bangla Song"
Post a Comment