Firiye Dis Na Amay Lyrics | ফিরিয়ে দিসনা আমায় | Mahtim Shakib | Bangla Song
Firiye Dis Na Amay | Mahtim Shakib | Official Music Video 2021 | Valentine's Day Special Song - Mahtim Shakib Lyrics

Mahtim Shakib, New Song "Firiye Dish Na Amay" New Bangla Song "Firiye Dish Na Amay" Lyrics by Snahashish Gosh. Music By Mmp Rony. Presented by Game Of Tune.
♫ SONG CREDITS ♫
Song |
Firiye Dish Na Amay |
Singer |
Mahtim Shakib |
Lyrics |
Snahashish Gosh |
Music |
Mmp Rony |
Label |
Game Of Tune |
ফিরিয়ে দিসনা আমায় বাংলা লিরিক্স
ভেজা চোখে ডাকি তোকে
ফিরিয়ে দিসনা আমায়
তোকে ছাড়া দিশেহারা,
এই আমি যাবো কোথায়?
পৃথিবীতে বেঁচে থাকতে
তোর মতো কাউকে খুবই প্রয়োজন
দিনের শেষে ভালোবেসে ,
বলবে যে, আছো তুমি কেমন?
মিশে আছিস আমার নিঃশ্বাসে
ডুবে গেছি তোরই অভ্যাসে
মিশে আছিস আমার নিঃশ্বাসে ,
ডুবে গেছি তোরই অভ্যাসে,
পৃথিবীতে বেঁচে থাকতে
তোর মতো কাউকে খুবই প্রয়োজন
দিনের শেষে ভালোবেসে ,
বলবে যে, আছো তুমি কেমন?
একলা লাগে, আমার তুই হীনা
আয় ফিরে আয়, আর তো পারিনা
একলা লাগে, আমার তুই হীনা,
আয় ফিরে আয়, আর তো পারি না
পৃথিবীতে বেঁচে থাকতে ,
তোর মতো কাউকে খুবই প্রয়োজন,
দিনের শেষে ভালোবেসে
বলবে যে, আছো তুমি কেমন?
ও ও ও...!!!
>সমাপ্ত<
0 Response to "Firiye Dis Na Amay Lyrics | ফিরিয়ে দিসনা আমায় | Mahtim Shakib | Bangla Song"
Post a Comment