Amar Chalaki Lyrics- (আমার চালাকি) - Anupam Roy-Bangla Song
Amar Chalaki (আমার চালাকি) | Full Video Song | Anupam Roy | Arjun-Madhumita | Sudipto | SVF Music - Anupam Roy Lyrics

Anupam Roy New Song "Amar Chalaki" New Bangla Song "Amar Chalaki" Lyrics by Anupam Roy. Music By Anupam Roy. Presented by SVF Music.
♫ SONG CREDITS ♫
Song |
Amar Chalaki |
Singer |
Anupam Roy |
Lyrics |
Anupam Roy |
Music |
Anupam Roy |
Label |
SVF Music |
আমার চালাকি লিরিক্স
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাবো আমার চালাকি,
যদি তোমার কথা লিখি
তুমি শুনতে চাইবে কি?
তুমি ভাব আমার চালাকি,
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস,
এতো ভুল মানুষ করে
তবু যেন সব আমারি দোষ,
আমি কি এতই খারাপ মন্দ বাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
লাগবে না আমাকে কি কোনো কাজে?
হুঁ.. হুঁ,
যদি তোমার জলে নামি
তুমি পুলিস ডাকবে কি?
এতো নয় আমার চালাকি,
যদি তোমার জলে নামি
তুমি পুলিস ডাকবে কি?
এতো নয় আমার চালাকি,
আলাপের দিন গুলোতে
দেখতে পেলেই সোনার মোহর,
বেরসিক পাচ্ছি এখন
যখন তখন তোমার খবর,
তাই কি ওই যে বাসের জানলা ধারে
রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে,
রুমালে মুছলে দু'চোখ কান্না বাড়ে,
হুঁ.. হুঁ,
তোমাকে কি দেখতে পারি ?
লালপাড় সাদা শাড়ি
আমার কি ইচ্ছে করে না?
পোড়া প্রেম হলুদ ধোঁয়া
আমি খুব ফালতু গোঁয়ার
কিছুতেই থামতে জানি না,
পরিধির বাইরে আমি
হাঁটছি দেখো আমার সাহস,
এতো ভুল মানুষ করে
তবু যেন সব আমারি দোষ,
শেষমেশ সেই তো আবার ডাকলে কাছে
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে,
আমাকে রাখলে গোপন পাতার ভাঁজে...!!!
হুঁ.. হুঁ...!!!
>সমাপ্ত<
0 Response to "Amar Chalaki Lyrics- (আমার চালাকি) - Anupam Roy-Bangla Song"
Post a Comment