Amar Keu Nei Lyrics-আমার কেউ নেই-Mahtim Shakib-Latest Lyrics Update
Amar Keu Nei | Mahtim Shakib | Shawon | Toya | Odvut Cheler Udvot Kando Natok Song | Bangla New Song - Mahtim Shakib Lyrics
Song
|
Amar Keu Nei
|
Singer
|
Mahtim Shakib
|
Lyrics
|
Snahashish Ghosh
|
Music & Tune
|
Rezwan Sheikh
|
Label
|
Soundtek
|
নিজের কথা ভাবতে গিয়েও
ভুলেছে সবাই,
কাউকে স্বার্থের বাইরে গিয়েও
ভালোবাসা যায়।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই,আমার কেউ নেই।
মনটা কেঁদে বলে এমন
কেউ যদি থাকতো
হৃদয় উজাড় করে আমায়
অনেক ভালোবাসতো।
মনের ব্যাথা থেকেই গেলো
মনের ভিতরেই
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই, আমার কেউ নেই।
অকারনে আপন করে
নেওয়াটাই যার স্বভাব
তার জীবনে ভালোবাসার
এতো কেন অভাব।
মনের ব্যাথা থেকেই গেলো
মনের ভিতরেই
ভলোবাসে সবাই আমায়
নিজের প্রয়োজনে।
এতো বড়ো পৃথিবীতে
আমার কেউ নেই .
0 Response to "Amar Keu Nei Lyrics-আমার কেউ নেই-Mahtim Shakib-Latest Lyrics Update"
Post a Comment