Ads here

Smritir Fanush Lyrics-স্মৃতির ফানুস-Tahsan & Shusmita Anis-Bangla Song

Smritir Fanush | স্মৃতির ফানুস I Shusmita Anis I Tahsan I Tanjin Tisha | Sajjad | Bangla Music Video - Tahsan & Shusmita Anis Lyrics




Song
Smritir Fanush
Singer
Tahsan & Shusmita Anis
Lyrics
Tahsan & Mehedi Hasan Limon
Music & Tune
Tahsan & Menon Khan
Label
New Music Paradigm Company


যদি কখনো মনের ভুলে ভুল করে
আমায় মনে পরে যায়
খুঁজে দেখো পাবে ঠিকি আমাকে

ওই আকাশের তারায়
একটু সময় দিয়ো আমায়
সঙ্গে তোমার উড়াবো স্মৃতির ফানুশ

তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাত গুলো কোথায় হারালেম
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত

সে রাত গুলো কোথায় হারালেম
চেনা মোহনাতে ফিরে এসো

স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে
দেখো ডাকে,দেখো ডাকে, দেখো ডাকে

ভুল করে আজ স্বপ্ন দেখিনা
ভুল করে আজ ফানুশ উড়াইনা
একটু সময় এতো কি বেশি
স্বপ্নে তোমায় আমি তো চাইতেই পারি

তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত
সে রাত গুলো কোথায় হারালেম
তোমারই আঁচলে ঘুমিয়ে আদরের রাত

সে রাত গুলো কোথায় হারালেম
চেনা মোহনাতে ফিরে এসো

স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে
চেনা মোহনাতে ফিরে এসো
স্মৃতির ফানুশ দেখো আজো তোমায় ডাকে


0 Response to "Smritir Fanush Lyrics-স্মৃতির ফানুস-Tahsan & Shusmita Anis-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles