Ads here

Naam Rekhechhi Bonolata Lyrics-Miftah Zaman-Bangla Song

NAM REKHECHI BONOLOTA II MIFTAH ZAMAN II SEYLON MUSIC LOUNGE - MIFTAH ZAMAN Lyrics


♫ COVER SONG CREDITS ♫

Song

Naam Rekhechhi Bonolata

Singer

Miftah Zaman

Lyrics

Sudhin Dasgupta

Music

Partha Barua

Label

Seylon Tea

NAM REKHECHI BONOLOTA LYRICS

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি,

জল ভরা মেঘ ঐ দুচোখে দেখতে আমি পেয়েছি
একলা মনে নির্জনেতে তোমার ছবি একেছি,

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।

বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,
বনলতা কও কথা
হয়ো না গো কুন্ঠিতা,

একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি,

একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি
বলবে কি গো আমিও তো তোমায় ভালবেসেছি।

নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়ত বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।
বনলতা কও কথা
হইয়ো না গো কুন্ঠিতা,

দ্বিধা থর থর মনেই তাই না এসেছি।
নাম রেখেছি বনলতা যখন দেখেছি
হয়তো বা সেই ক্ষণেই তোমায় ভালবেসেছি।


0 Response to "Naam Rekhechhi Bonolata Lyrics-Miftah Zaman-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles