Ekhono Sokale Lyrics-Chirkut-এখনও সকালে -Arijit Ganguli
Ekhono Sokale - এখনও সকালে | Arijit | Debayan | Prameya | Sudip | Subhrajit - Arijit Ganguli Lyrics

Chirkut Band New Song "Ekhono Sokale" Latest Bangla Song "Ekhono Sokale" Lyrics & Vocal By Arijit Ganguli. Music By Chirkut. Presented by Chirkut TV Official.
Song : Ekhono SokaleVocal & Composition : Arijit Ganguli
Lyrics : Prameya, Arijit Ganguli
Esraj : Debayan Majumder
Arrangements, mixing, mastering : Debayan Banerjee
Animation : Sudip Das (Kendrobindoo)
A Chirkut Production
এখনও সকালে জানালায় জমে আলো
এখনও পাখির গান সন্ধ্যায় থামে,
এখনও সময় আগের মতই ভালো
এখনও শহরে রাস্তা প্রেমের নামে।
এখনও বিকেল স্কুল থেকে বাড়ি ফেরে
এখনও শিশুরা সোনাকাঠি ছোঁয়,
এখনও ছাদের কোণে পোড়া সিগারেট
এখনও শুকনো ফুল জমানো খাতার পাতায়।
এখনও সে ফুলে, কবেকার ভুলে
এখনও সে ফুলে, কবেকার ভুলে,
আনমনে আঙুল ছোঁয়াই।
এখনও মিনারের জাফরিতে চাঁদ আসে
এখনও ধানের শিষে কুহেলি ছড়ায়,
এখনও খেয়াঘাটে বুড়ো গাছ আছে
এখনও সদ্যোজাত কাঁদে আজানের গায়ে।
এখনও কথার নীচে আলতো কথারা জমে
এখনও ন্যাপথলিন শীতের পোশাকে,
এখনও চিনেবাদাম নুনের মোড়ক
এখনও হাতের পরে রাখা হাতে মাটি।
এখনও সে হাতে, মাটির মলাটে
এখনও সে হাতে, মাটির মলাটে,
ফেলে আসা দিন.. বেঁধে রাখি.!!!
0 Response to "Ekhono Sokale Lyrics-Chirkut-এখনও সকালে -Arijit Ganguli"
Post a Comment