Ads here

Khoma Kore Dilam Tomay Lyrics-Keshab Dey-| ক্ষমা করে দিলাম তোমায় |

Khoma Kore Dilam Tomay | ক্ষমা করে দিলাম তোমায় | Keshab Dey | New Bengali Sad Song | 2020 - Keshab Dey Lyrics


Keshab Dey New Song "Khoma Kore Dilam Tomay" Latest Bangla Song "Khoma Kore Dilam Tomay" Lyrics By Ritam Sen. Music By Keshab Dey. Presented by Keshab Dey.

♫ SONG CREDITS ♫

Song

Khoma Kore Dilam Tomay

Singer

Keshab Dey

Lyrics

Badal

Music

Keshab Dey

Label

Keshab Dey

ক্ষমা করে দিলাম তোমায় -বাংলা লিরিক্স

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়।

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।

সাজানো দিন গুলো বেলাশেষে
সন্ধ্যে হয়ে ডুবে যায়,
আমার দু'চোখ ভেজে ভালোবাসা
অন্যের সুখে হেসে যায়।

তবু তোমার দেওয়া ডাকনাম
সাথে নিয়ে তোমার বদনাম,
আজ ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়।।

ফেলে আসা সব স্মৃতি গুলো
আজও তার কথা বলে যায়,
মনের ঘরে যত রাগ অভিমান
আমি সব ভুলে তাকে চাই।

তবু আড়াল করে কষ্ট
আমি হাসির মাঝে বলবো
নাও ক্ষমা করে দিলাম আমি তোমায়,
আমি তোমায়,

সে তো ইচ্ছে হলেই পারতো
এক সন্ধ্যে সাথে থাকতে
কেন মুখ ফিরিয়ে চললো অজানায়,
তার নিত্য নতুন বায়না
আমি রোজ ফুরিয়ে দিতাম
যদি ওই দুই চোখে ডাকতো সে আমায়...।!!


0 Response to "Khoma Kore Dilam Tomay Lyrics-Keshab Dey-| ক্ষমা করে দিলাম তোমায় |"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles