Ads here

Nalish Lyrics-Keshab Dey-| নালিশ | Bangla Song

Nalish | নালিশ | Keshab Dey | Bengali Sad Song | Heart Touching Love Story | Ft. Sonali | 2020 - Keshab Dey Lyrics

Keshab Dey New Song "Nalish" Latest Bangla Song "Nalish" Lyrics By Badal Paul. Music By Tapas Roy. Presented by Keshab Dey.

♫ SONG CREDITS ♫

Song

Nalish

Singer

Keshab Dey

Lyrics

Badal Paul

Music

Tapas Roy

Label

Keshab Dey

নালিশ বাংলা গান লিরিক্স

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।

প্রশ্ন হাজার ছিলো বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।

আজুহাতের পাহাড় যেমন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।
আ আ ...

আজুহাতের পাহাড় যখন
হদিশ খুঁজে পায়না,
ভালোবাসা দিয়েও তাকে
ধরে রাখা যায় না।

স্বপ্ন অনেক আছে বাকি
রাত্রি গুলো আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেলো,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেলো।।

যাকে নিয়ে লেখা ছিলো
হাজার একটা বায়না,
সে হারালেও সহজে তা
মুছে ফেলা যায় না।

প্রশ্ন হাজার ছিল বাকি
উত্তরেরা আজ একাকী,
খুঁজে ফেরে যত্নে পোষা
আমার অচিন পাখি।

জমিয়ে রাখা নালিশ গুলো
পড়েই রয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল,
সে আপন মানুষ হঠাৎ করে
পরের হয়ে গেল ..!!।


0 Response to "Nalish Lyrics-Keshab Dey-| নালিশ | Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles