Tomar Chokher Shitolpati Lyrics-Cheeni-Lagnajita Chakraborty-Bangla Song
Tomar Chokher Shitolpati | Cheeni | Lagnajita | Aparajita | Madhumita | Prasen | Ritam | Mainak |SVF - Lagnajita Chakraborty Lyrics
Kolkata Bangla New Movie "Cheeni" New Song "Tomar Chokher Shitolpati" Latest Bangla Song "Tomar Chokher Shitolpati" Singer by Lagnajita Chakraborty. Lyrics By Ritam Sen. Music By Prasen. Presented by SVF.
Song |
Tomar Chokher Shitolpati |
Singer |
Lagnajita Chakraborty |
Lyrics |
Ritam Sen |
Music |
Prasen |
Label |
SVF Music |
তোমার চোখের শীতলপাটি বাংলা গান লিরিক্স
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই।।
তোমার কাছে রইল রাখা
অনেকদিনের জমতে থাকা
মনের কথার সাধ,
আজকে জোটে তোমায় যদি
একটা গোটা গঙ্গানদী
করবো অনুবাদ।
অন্ধকারে যায়না দেখা
তোমার চুলের গন্ধমাখা
স্বপ্নে ফোঁটে জুঁই,
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই,
শীতের রাতে যায়না বোঝা
মনের বালিশ পশম মোজা
হারিয়ে গেল কই?
হারিয়ে গেল কই?
তোমার চোখের শীতলপাটি
দাও বিছিয়ে সই ...।।
0 Response to "Tomar Chokher Shitolpati Lyrics-Cheeni-Lagnajita Chakraborty-Bangla Song"
Post a Comment