Neshar Nouka Lyrics-Gogon Sakib-নেশার নৌকা-Bangla Song Lyrics
Neshar Nouka 🔥 নেশার নৌকা | Gogon Sakib | New Bangla Song 2020 - Gogon Sakib Lyrics
Gogon Sakib New Song "Neshar Nouka" Latest Bangla Song "Neshar Nouka" Lyrics By Gogon Sakib. Music By Jami Ul Hasan. Presented by Samsul Official.
Song |
Neshar Nouka |
Singer |
Gogon Sakib |
Lyrics |
Gogon Sakib |
Music |
Jami Ul Hasan |
Label |
Samsul Official |
প্রিয়া প্রিয়া প্রিয়া আমায় ব্যথা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে
ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া আমায় ধোকা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে।
তাইতো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই
প্রতি রাইতেই নেশার নৌকায় চান্দের দেশে যাই
সিগারেট ছোঁয়াই বারন বলতিরে আমায় খুব
আদর কইরা নেশা আমায় রোজ পরায়ারে ঘুম
তাইতো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই
প্রতি রাইতেই নেশার নৌকায় চান্দের দেশে যাই
সিগারেট ছোঁয়াই বারন বলতিরে আমায় খুব
আদর কইরা নেশা আমায় রোজ পরায়ারে ঘুম!
প্রিয়া প্রিয়া প্রিয়া আমায় ব্যথা দিয়াছে,
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে।
হাইরে মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে
মিথ্যা অপবাদে প্রিয়া করলোরে অপমান
ঘুমের ঔষধ গুলাও আইজরে করে অভিমান
নিকোটিনের ধোয়াই এখন হইছেরে আপন
হঠাৎ শুনবি আমার গায়ে জড়াইছে কাফন ।
মিথ্যা অপবাদে প্রিয়া করলোরে অপমান
ঘুমের ঔষধ গুলাও আইজরে করে অভিমান
নিকোটিনের ধোয়াই এখন হইছেরে আপন
হঠাৎ শুনবি আমার গায়ে জড়াইছে কাফন ।
প্রিয়া প্রিয়া প্রিয়া আমায় ব্যথা দিয়াছে,
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে
ওরে প্রিয়া প্রিয়া প্রিয়া আমায় ধোকা দিয়াছে
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে
মনের মাঝে প্রিয়ার নাকি অন্য কেউ আছে।
0 Response to "Neshar Nouka Lyrics-Gogon Sakib-নেশার নৌকা-Bangla Song Lyrics"
Post a Comment