Rongin Ghuri 2 Lyrics-Keshab Dey-রঙিন ঘুড়ি 2-Bangla Song Lyrics
রঙিন ঘুড়ি 2 | Rongin Ghuri 2 | Keshab Dey | Sad Song | Bangla New Sad Song 2020 - Keshab Dey Lyrics
Keshab Dey New Song "Rongin Ghuri 2" Latest Bangla Song "Rongin Ghuri 2" Lyrics By Azim Babu. Music By Anindya B. Presented by Keshab Dey.
Song |
Rongin Ghuri 2 |
Singer |
Keshab Dey |
Lyrics |
Azim Babu |
Music |
Anindya B |
Label |
Keshab Dey |
রঙিন ঘুড়ি 2 বাংলা গান লিরিক্স
আমি পারবোনাকো ভুলতে
তোমায় একটিবারও ছাড়তে,
এই বুকটায় অনেক ক্ষত তুমি
দাওনা আঘাত যত,
তবু তোমায় ভুলতে পারিনা।
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
সুখের বাতাস গায়ে মেখে
কোন আকাশে ওড়ো,
আমার চেয়ে তার আকাশ
কি ছিলো অনেক বড়।
সুখের বাতাস গায়ে মেখে
কোন আকাশে ওড়ো,
আমার চেয়ে তার আকাশ
কি ছিলো অনেক বড়।
তুমি উড়ো যত পারো
আর হওনা অন্য কারো,
আমার ভেঙে দিয়ে হৃদয়
তুমি নিলে চির বিদায়,
কেন জানি মানতে পারিনা।
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
বেদনার এক নেটাই হাতে
ঘুরে বেড়ায় আমি,
সে নেটায়ের সুতো টেনে
করো খেলা তুমি।
বেদনার এক নেটাই হাতে
ঘুরে বেড়ায় আমি,
সে নেটায়ের সুতো টেনে
করো খেলা তুমি।
আমি তোমার প্রেমের বিষে
আজ মরছি ধুঁকে ধুঁকে,
তবু তুমি থেকো সুখে
গিয়ে অন্য কারো বুকে।
আমায় নিয়ে তুমি ভেবো না..
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
তুমি রঙিন ঘুড়ি প্রেম
জোয়ারি প্রেমের নেশায় উড়ো
এ মনটারে সুতো বানাইয়া
ইচ্ছে মতো টান।
0 Response to "Rongin Ghuri 2 Lyrics-Keshab Dey-রঙিন ঘুড়ি 2-Bangla Song Lyrics"
Post a Comment