Pakhira Bujhi Maine Pay Poem Lyrics-Anirban Bhattacharya (পাখিরা বুঝি মাইনে পায়)
পাখিরা বুঝি মাইনে পায়? কবি : শ্রীজাত বন্দোপাধ্যায় || পাঠে : অনির্বাণ ভট্টাচার্য্য • অন্তহীন - Anirban Bhattacharya Lyrics

Poem : Pakhira Bujhi Maine Pay
Movie : Kedara
Recited by : Anirban Bhattacharya
Script and Dialogues : Srijato
Music by : Arijit Singh
Directed by : Indraadip Das Gupta
DOP : Shubhankar Bhar
Edit : Sujay Datta Roy
Presented by : Samiran Das
Produced by : Kaleidoscope
পাখিরা বুঝি মাইনে পায়?
মেঘেরা বুঝি অফিস যায় রোজ?
হাওয়ার বুঝি ব্যবসা আছে কোনো?
নদীরা বুঝি চুক্তি হলে,
তবেই করে সমুদ্রের খোঁজ?
ঝর্ণা বুঝি বিকোয় কখনো?
দূরের দেশে শব্দ হয়,
শব্দ ভেসে আসে,
মুদ্রাহীন সেই রঙিন
শব্দ ভেসে আসে।
যেমন পাখি, যেমন নদী
যেমন মেঘ, সমুদ্র বা হাওয়া
তেমনি কিছু মানুষ জানে
তাদের ডাক, শব্দ করে চাওয়া
মুদ্রাহীন সেই রঙিন
শব্দ ভেসে আসে।
0 Response to "Pakhira Bujhi Maine Pay Poem Lyrics-Anirban Bhattacharya (পাখিরা বুঝি মাইনে পায়) "
Post a Comment