Muthor Bhetor Tumi Nei Lyrics-Mahtim Shakib-Bangla Song Lyrics
Mahtim Shakib | Muthor Bhetor Tumi Nei | কপালে ছিলো না তোমার নাম | Amar Tumi Natok Song | New Song - Mahtim Shakib Lyrics

Mahtim Shakib. New Song "Muthor Bhetor Tumi Nei" New Bangla Song "Muthor Bhetor Tumi Nei" Lyrics by Shomeshwar Oli. Music By Ahmmed Humayun. Presented by Soundtek.
Song |
Muthor Bhetor Tumi Nei |
Singer |
Mahtim Shakib |
Lyrics |
Shomeshwar Oli |
Music |
Ahmmed Humayun |
Label |
Soundtek |
মুঠোর ভেতর তুমি নেই বাংলা লিরিক্স
কপালে ছিলো না তোমার নাম
তবু তোমার প্রেমেতেই পড়লাম,
আর কি কোনো মানুষ ছিলো না
আমি কেন তোমার হতে গেলাম?
হারতে হবে জেনেও আমি
ছাড়তে হবে জেনেও আমি,
তোমায় বাজি ধরলাম।
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই।
গল্পে গল্পে যায় যে বেলা
অল্পে বাড়ে অবহেলা ..!!
এই কি বলো তব খেলা
এই তুমি কি তুমি সেই?
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই।
প্রশ্নে জড়াও দূর থেকে .!
যায় না চেনা হাসি দেখে
এই তুমি কি তুমি সে?
আমি হাতের মুঠো খুলে দেখি
মুঠোর ভেতর তুমি নেই,
তারা ভরা আকাশ আছে
পায়ের তলায় ভুমি নেই...।!!
0 Response to "Muthor Bhetor Tumi Nei Lyrics-Mahtim Shakib-Bangla Song Lyrics"
Post a Comment