Aha Ami Lyrics-| আহা আমি | Jisan Khan Shuvo-Bangla Song Lyrics
Aha Ami | আহা আমি | Jisan Khan Shuvo | Amzad Hossain | Bangla New Song 2021 - Jisan Khan Shuvo Lyrics

Jisan Khan Shuvo New Song "Aha Ami" New Bangla Song "Aha Ami" Lyrics by Jisan Khan Shuvo. Music By Amzad Hossain. Presented by Dhruba Music Station.
Song |
Aha Ami |
Singer |
Jisan Khan Shuvo |
Lyrics |
Jisan Khan Shuvo |
Music |
Amzad Hossain |
Label |
Dhruba Music Station |
একটা দুইটা তারা গুইনা
তারা গোনা শেষ,
তুমি প্রিয় আছো কোথায়
কোথায় তুমি বেশ।
একটা দুইটা জোছনা দেইখ্যা
জোছনা দেখা শেষ,
অমাবস্যায় ঘিরানিলো
আমায় অবশেষ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা কথা শুইন্যা
কথা শোনা শেষ,
বাকি কথা বুকে জমাট
মেটে নাই তো রেশ।
একটা দুইটা হা পা ফেইল্যা
পথ চলা শেষ,
বাকি পথে তুই নাই সাথে
হইলি নিরুদ্দেশ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
একটা দুইটা ছন্দ বুইন্যা
ছন্দ বোনা শেষ,
আমার ছন্দ আমি ছাড়া আহা
একটা দুইটা হা রাত জাগিয়া
রাত জাগা শেষ,
অগণিত রাত গুনে যাই
যদি দেখা দেশ।
আহা আমি, কেমন আমি
যদি জানিতাম,
আমার মতো একটা তুমি
বানাইয়ালইতাম।
আহা আমি..!!
0 Response to "Aha Ami Lyrics-| আহা আমি | Jisan Khan Shuvo-Bangla Song Lyrics"
Post a Comment