Ads here

Koster Kotha Lyrics-Sajal-| কষ্টের কথা |Mixed Hit 5-Bangla Song

Koster Kotha | কষ্টের কথা | Sajal | Mixed Hit 5 | StudioVersion | Official Music Video | Bangla Song - Sajal Lyrics


Sajal New Song "Koster Kotha" New Bangla Song "Koster Kotha" Lyrics by Goonjohn Rahman. Music By Shahed. Presented by Cd Choice.

♫ SONG CREDITS ♫

Song

Koster Kotha

Singer

Sajal

Lyrics

Goonjohn Rahman

Music

Shahed

Label

Cd Choice

কষ্টের কথা লিরিক্স

কষ্টের কথা বলবো কাকে
কষ্ট কেন বাড়ে,
যখন তোমার মনের মাঝে
দুঃখ কড়া নাড়ে,

কোন খেয়ালে গেলে চলে
স্বপ্ন গুলো গেছো ফেলে,
দুঃস্বপ্নেরি আগুন জ্বেলে
পোড়াও বারে বারে,

তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার,

দুঃখ পেতেই হয়েছিলাম
তোমার মুখোমুখি,
তোমার জন্যে জনারণ্যে
যাবো জীবন দুঃখী,

আমার কান্না তোমারই গান
না গোপন অভিমান,
হয়নি জানা তাই দোটানায়
গাইছি দুখের গান,

তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার,

চোখের ভেতর অশ্রু
মনের ভেতর ভাঙা মন,
বুকের ভেতর স্বপ্ন পোড়ে
হায় কি জ্বালাতন,

কষ্টের কথা বলবো কি আর
কষ্ট কাকে বলে,
তোমায় চেয়ে একটা জীবন
ভাসাই চোখের জলে,

তোমায় হারাবার পরে
জেনেছি বারবার,
কি ছিলে আমার তুমি,
কি ছিলে আমার...!!!

>সমাপ্ত<



0 Response to "Koster Kotha Lyrics-Sajal-| কষ্টের কথা |Mixed Hit 5-Bangla Song"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles