Chader Sathe Ami Lyrics | চাঁদের সাথে আমি দেবোনা | Raj Barman & Shithi Saha | Bangla Song
Chader Sathe Ami | চাঁদের সাথে আমি দেবোনা | HD | Raj Barman & Shithi Saha | Lyrical Music Video - Raj Barman & Shithi Saha Lyrics

Song : Chader Sathe Ami Debona (Remake)
Singer : Raj Barman & Shithi Saha
Lyricist : Sayed Samsul Haque
Composer : Alam Khan
Label : Anupam Music
Original Song Credits :
Singer : Runa Laila & Andrew Kishore
Film : Ashirbad
চাঁদের সাথে আমি দেবোনা বাংলা লিরিক্স
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা
নদীর সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে,
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা,
ও চাঁদের সাথে আমি দেবো না তোমার তুলনা
নদীর সাথে আমি দেবো না তোমার তুলনা,
ফুলের সাথে আমি দেবো না তোমার তুলনা
অলির সাথে আমি দেবো না তোমার তুলনা,
ফুলের সাথে আমি দেবোনা তোমার তুলনা
অলির সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি ফুল হতে যদি ঝরেই পড়ে যেতে
তুমি অলি হতে যদি দূরেই উড়ে যেতে,
সে কথা যেন ভুলো না
তুমি যে তোমারই তুলনা,
চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা
ও নদীর সাথে আমি দেব না তোমার তুলনা,
কবির সাথে আমি দেবো না তোমার তুলনা
ছবির সাথে আমি দেবো না তোমার তুলনা,
কবির সাথে আমি দেবোনা তোমার তুলনা
ছবির সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি ছবি হতে যদি তবেই মুছে যেতে,
সে কথা যেন ভুলোনা
তুমি যে তোমারই তুলনা,
চাঁদের সাথে আমি দেবোনা তোমার তুলনা
নদীর সাথে আমি দেবোনা তোমার তুলনা,
তুমি চাঁদ হতে যদি দূরেই চলে যেতে
তুমি নদী হতে যদি দূরেই চলে যেতে,
সে কথা যেন ভুলোনা,
তুমি যে তোমারই তুলনা,
ও. ও . হো...!!!
>সমাপ্ত<
0 Response to "Chader Sathe Ami Lyrics | চাঁদের সাথে আমি দেবোনা | Raj Barman & Shithi Saha | Bangla Song"
Post a Comment