Ads here

NEI AMI LYRICS-GK PROD-BANGLA HIP HOP SONG

Nei Ami (নেই আমি ) | GK Prod | Bipolar | Eternal |BigSmoke |Calcutta দক্ষিণ | Eighthnote | SVF Music - Eternal Calcutta Dokkhin Lyrics


♫ SONG CREDITS ♫

A Film by DISH Production
Written and Performed by E+eRπ@£ And BigSmoke (Calcutta দক্ষিন)
Recorded Mixed and Mastered by- joesjoint
Beats Produced by- Eighthnote
Direction and Animation : Deepayan Purkait
Screenplay, Editing and Compositing- Deepayan Purkait
Concept: Deepayan Purkait and Dr. Ranjan Ghosh
Produced by GK Prod.(Dr. Ranjan Ghosh)

নেই আমি লিরিক্স

যেটা চেয়েছি সেটা পাইনি
যেটা পেয়েছি শেষ হয়নি।

প্রতিদিনই যেন মনে অশান্তি
শরীরে ক্লান্তি চাইছে ক্রান্তি,
প্রকৃত সমাজে প্রকৃত নেই আর
কিছুই সবই তো ভুল ভ্রান্তি।

আদুরে হাসিটাও আজ মিথ্যে
তাও সেটাকেই মুখে রেখে আমি হাঁটি চলি ফিরি
মিশে যাই মহানগরের ভিড়ে।

আমি তো একা না জানি
ভেঙে পড়েছি যে লক্ষবার
খুঁজে পেয়েছি নিজেকে আবার
গড়ে উঠেছি হ্যাঁ প্রতিবার।

তবে শেষবার আমি ভেঙেছিলাম এক ব্যর্থতায়
সেই থেকে আর খুঁজে পাইনি
নিজেকে জগতের ব্যস্ততায়।

ভরসা করিনা আর ঠকেছি প্রতিবার আ
একা ছেড়ে গেছে মানুষে
যখন মিটে গেছে স্বার্থ সবার।

ডিপ্রেশনের সমাধান খুঁজি
হাবিজাবি কটা প্রেস্কিপশনে
নিলাম হয়েছি আত্মর কাছে
ধ্বংসের পথে গেছি হারিয়ে।

লোকেরা জানেনা, বোঝেনা
তারা যে আজও মানে না,
শারীরিক রোগেই হয়না পতন
মানসিক চাপে কতটা বেদনা।

জীবনের উপর ঘেন্যা
তাই শেষ করার করি পরিকল্পনা,
তারপর ভাবি এতো তাড়াতাড়ি
হেরে গেলে সেও করবেনা।

নেই আমি কোনো গল্প বা কবিতা তে
সমাধান খুঁজি জীবনের বইটাতে,
ঘিরে আছে শুধু অন্ধকার
তবু প্রত্যাশা আলো ফুটবেই সবশেষে।

শোন, যদি আমি বলি গতকাল
আমি প্রতিঘাত ক্রিয়া করতে
করিনি নিজের উপর,

Will you call me? let me know
that mean a নিজে you be there for me?
বা ধরো যদি বলি ডিপ্রেশনে বড়ো ভুগি আমি
can i trust you?
করবেনা তুমি পাঁচকান

বানাবে না আমায় victim
with the f*ck*ng social consult
না তাই মানসিক ভাবে দূরত্বটাই
বজায় রাখা আমার সমাধান।

ব্যাবধানটা ঘটে যখন এক বদ্ধ ঘরে
চোখের পলক ফেলে অন্ধকারে,
বা চুপচাপ আমি বসে থাকি করি কামনা
হোক সর্বনাশ এই অন্ধ সম্প্রদায়ের।

বা বন্ধ দ্বারের পিছনে ঘটেছে Homicide
স্বপ্নগুলোকে জড়িয়ে তরুণ ফেলেছে দেহ Suiside
ছোট যে সমাজে প্রতিটা ঘন্টা
তরুনের মাথাতে ছিল সমস্যা,
তবে তার লাগে দায়ী কারা ?

দায়ী হলো সে নিজেই, তাই না চুপ।
ঠিক এই ভাবেই Authority দেয় দমিয়ে
যখনই ওঠে আওয়াজ স.

তাই করিনা কাউকে
মানসিক ভাবে নির্যাতিত আমি,
আর নিজের ভিতর পুষতে থাকি
যত রাগ যত খামতি গ্লানি।

কেন আমি এতো Paranoid
কেন টানে আমারে Negitivity
কষ্টগুলো যে বাড়ছে ক্রমশ
সমাজই আমার হত্যাকারী, এ.

নেই আমি কোনো গল্প বা কবিতা তে
সমাধান খুঁজি জীবনের বইটাতে,
ঘিরে আছে শুধু অন্ধকার
তবু প্রত্যাশা আলো ফুটবেই সবশেষে।

হেরেগেছি তবে ভাঙতে শিখিনি
সংশয় ছুঁড়ে ফেলে চেষ্টা ছাড়িনি,

বুঝতে পারিনি এতো কঠিন এ পথটা
যেতে হবে একলা, এসেছিও একলা।

নেই আমি কোনো গল্প বা কবিতা তে
সমাধান খুঁজি জীবনের বইটাতে,
ঘিরে আছে শুধু অন্ধকার
তবু প্রত্যাশা আলো ফুটবেই সবশেষে।

নেই আমি, নেই আমি নেই...!!!

>সমাপ্ত<



Related Posts

0 Response to "NEI AMI LYRICS-GK PROD-BANGLA HIP HOP SONG"

Post a Comment

Article Top Ads

Article Center Ads 1

Ad Center Article 2

Ads Under Articles